আধুনিক যুগে এসেও আজ আমাদের কাছে দিন দিন আয়ুর্বেধিক, ভেষজ উদ্ভিদ এবং ফলমূল দ্বারা চিকিৎসা পদ্ধতি ব্যাপক ভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তার একটা প্রধান কারণ প্রতিকার থেকে প্রতিরোধ ভালো এবং এই সব ভেষজ ফলমূল এবং উদ্ভিদের তেমন একটা সাইডএফেক্ট নেই। তাছাড়াও ব্যয়বহুলতা কম এবং সহজেই হাতের কাছে পাওয়া যায়।
বিশেষ করে ত্বক, মুখ, চামড়া, চুল, গ্যাস্ট্রিক, এলার্জি, আলসার, ডাইবেটিস, এই ধরনের সাধারণ এবং কমন রোগ গুলোর খুব নিরাপদ এবং সহজ সমাধান হার্বাল ঔষুধ।