উপাদান:
১.আমলকি ২. বহেরা ৩. হরতকি ৪. মেথি ৫. রিঠা ৬. শিকাকাই ৭. পেঁয়াজ এবং ৮. নিম পাতা।
ব্যবহার বিধিঃ
১. মাথার চুল অনুপাতে পাউডার নিয়ে পানিতে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। সময় কম থাকলে গরম পানিতে ভিজাতে পারেন।
২. টক দই ও ডিম(স্যুট করলে) মিশিয়ে নিতে পারেন।
৩. চুল পড়া সমস্যা বেশি থাকলে সাত দিনে এক থেকে দু-বার, কম থাকলে ১০-১৫ দিনে একবার ব্যবহার করতে পারেন।
৪. পুরো চুল শাইনি করতে চাইলে পুরো চুলে লাগাতে পারেন।
৫. চুল পড়া বন্ধ করতে অথবা নতুন চুল গজাতে এবং জলদি বড় হবার জন্য চুলের গোড়াতে লাগাতে হবে।
৬. চুলের ড্রাইনেসের সমস্যা থাকলে মধু মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।
৭. মাথায় লাগিয়ে অন্তত এক ঘণ্টা অপেক্ষা করতে হবে।
৮. এতে প্রাকৃতিক শ্যাম্পু রিঠা মেশানো আছে তাই যেদিন প্যাক লাগানো হবে সেদিন শ্যাম্পু না ব্যবহার করাই ভালো।
৯. চুলে খুশকি থাকলে আগে খুশকির জন্য কিছুদিন টকদইয়ের সাথে লেবু মিশিয়ে প্যাকটি ব্যবহার করে খুশকি দূর করতে হবে। নাহলে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে না।
১০. বেশি দিন সংরক্ষনের জন্য বোতলসহ ফ্রিজে রাখা যেতে পারে।