উপাদান:
১. ইম্পোর্টেড শ্বেত চন্দন (যেহেতু দেশে এই গাছ হয় না) ২. রক্ত চন্দন ৩. মসুর ডালের বেসন ৪. কমলার খোসা ৫. গোলাপ এর পাপড়ি ৬. মুলতানি মাটি ৭. লামার পাহাড়ি ঝর্নার মাটি ৮. চালের গুড়া ১০. নিম পাতা ১১. গিলা ১২. হলুদ ১৩. শঙ্খ ১৪. একাংকী এসবের সাথে রয়েছে প্রয়োজন অনুসারে এসেন্স এবং সব কিছুর সঠিক অনুপাত।
এটি ব্যবহার করলে ওই দিন আর ফেইস ওয়াশ দেয়ার দরকার নেই। নিয়মিত ব্যবহার করলে স্কিনে কোমলতা আসা সহ পিম্পল, একনি, দাগ দূর হয়ে নেচারালি উজ্জ্বলতা আসবে ইনশাআল্লাহ্।
ব্যবহার বিধিঃ এক চা চামচ পাউডার কুসুম গরম পানিতে আধ-ঘণ্টা ভিজিয়ে রেখে দু-ফোঁটা মধু যোগ করে পুরো মুখে ভালোভাবে মেখে আধ-ঘণ্টা রেখে আলতো ভাবে ঘষে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে ৩/৪ দিন ব্যবহার করবেন। চোখের চারপাশের কাল দাগ দূর করতে নারিকেল তেলের ও পানির সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে চোখের চারপাশে লাগিয়ে ৩০ মিনিট রেখে উঠিয়ে ফেলুন প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে।