জায়নামাজে আমরা সাধারণত সালাত আদায়, জিকির ও ক্বুর'আন তিলায়াত করে থাকি। একটি জিনিস যদি লক্ষ্য করে দেখবেন যে, আমাদের জায়নামাজগুলোতে অনেক বেশী ডিজাইন থাকে; কোন জায়নামাজে ফুল,নক্সা, কোনটাতে মসজিদের কারুকাজ করা থাকে। এতে যে সমস্যাটা আসলে হয় তা হল, সালাত আদায় করার সময় এইসব ডিজাইনগুলোর দিকে বারবার নজর গেলে সালাতের মনযোগ বা খুশুখুযু নষ্ট হয়। নামাজের প্রাণ-ই কিন্তু এই খুশুখুযু বা একাগ্রতা। কিন্তু আপনি যদি প্লেইন এক কালারের অর্থ্যাৎ কোন ডিজাইন ছাড়া জায়নামাজে সালাত আদায় করেন অন্তত এই কারণে আপনার সালাতের একাগ্রতা বা খুশুখুযু নষ্ট হবে না।
Turkey Aidin Plain Colour Jaynamaj - Prayer Mat মূলত এক কালারের প্লেইন জায়নামাজ। এতে কোন প্রকার ডিজাইন নেই, একদম প্লেইন। তবে এর কোয়ালিটি কিন্তু বেশ ভাল। মখমল টাইপের সুতা দিয়ে এই জায়নামাজগুলো বোনা হয়ে থাকে। বেশ আরাম বোধ করবেন এই জায়নামাজগুলো ব্যবহার করলে ইন শা আল্লাহ।