বাচ্চাদের ছোট থেকেই সালাত পড়ানোর অভ্যাস করানো উচিত। সালাত ফরয হবার আগ থেকেই যদি তাদেরকে সালাত আদায়ের ব্যাপারে ইন্সপায়ার করা যায় তবে তারা বড় হলে আল্লাহর রহমতে সালাত কাজা করবে না। এক্ষেত্রে তাদেরকে ছোট থেকে সালাতের ব্যাপারে ইন্সপায়ার করতে কিছু ট্রিক্সস খাটানো যায়। যেমন- বাচ্চারা ভাবে যে, বড়রা জায়নামাজ দিয়ে কি সুন্দর সালাত আদায় করে। আমার যদি এমন একটা থাকতো তাহলে আমিও তাদের মত সালাত আদায় করতে পারতাম! তাকে যদি আপনি সুন্দর একটি জায়নামাজ এনে দেন দেখবেন সে খুব খুশী হয়ে গেছে এবং জায়নামাজ পেয়ে সে তার জায়নামাজে সালাত পড়তে চাইবে। এতে খুব ছোট বেলা থেকেই তার সালাতের একটি অভ্যাস করে উঠবে ইন শা আল্লাহ। মনে রাখবেন, বাচ্চাদের ছোট বেলা থেকে যে শিক্ষাগুলো বারবার প্রদান করা হয়, বড় হলে সেগুলোর প্রতি-ই সে তৎপর থাকে ইন শা আল্লাহ।